• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
ভোলায় ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ভোলায় ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

  • অচিন্ত্য মজুমদার, ভোলা
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০২১

করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভোলায় ভ্রাম্যমাণ পদ্ধতিতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে। 

আজ সোমবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। 

জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। জেলা ও উপজেলার বিভিন্ন পয়েন্টে বাজার মূল্যে ধরে দুধ, ডিম, মাংস বিক্রি করা হবে। করোনা পরিস্থিতিতে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত জেলার ৭টি স্থানে ডেইরি ও পোলট্রি অ্যাসোসিয়েশন সহ প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করে ভ্রাম্যমাণ পদ্ধতিতে দুধ, ডিম ও মাংস বিক্রি অব্যাহত রাখবে জেলা প্রাণিসম্পদ দপ্তর। এর মাধ্যমে ভ্রাম্যমাণ পদ্ধতিতে খামারিরা ন্যায্যমূল্যে সরাসরি ভোক্তাদের কাছে দুধ, ডিম ও মাংস বিক্রির সুযোগ পাবেন। 

এসময় উপস্থিত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজীত হাওলাদার জানান, ক্ষতিগ্রস্ত খামারের পণ্য সহজে বিক্রির ব্যবস্থা এবং করোনা পরিস্থিতি ও পবিত্র রমজান মাস উপলক্ষে ক্রেতারা যাতে ন্যায্যমূল্যে এসব জিনিস সহজে কিনতে পারেন এবং বাজার নিয়ন্ত্রণে রাখতেই এ ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। প্রতিদিন একটি করে ভ্র্যাম্যমাণ ট্রাক সেলে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads