• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
পঙ্গু স্বামী ও সন্তান নিয়ে খোলা রাস্তায় ইফতারি বিক্রির টাকায় সংসার চালান পাখি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পঙ্গু স্বামী ও সন্তান নিয়ে খোলা রাস্তায় ইফতারি বিক্রির টাকায় সংসার চালান পাখি

  • কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ এপ্রিল ২০২১

মাদারীপুরের কালকিনিতে খোলা রাস্তায় পাখি বেগম (২৫) নামে এক অসহায় গৃহবধুর ইফতারী বিক্রয়ের টাকায় চলে পঙ্গু স্বামীর চিকিৎসা ও তার পুরো সংসার। তবে লকডাউনের টানপোড়নে ক্রেতা কম থাকায় জীবন যুদ্ধে হেরে যাচ্ছেন আদম্য এ নারী। উপায় না পেয়ে সাহায্যে ও সহযোগিতা চাইছেন গৃহবধূ পাখি বেগম।

সরেজমিন, এলাকাবাসি ও অসহায় পরিবার থেকে জানা যায়,কালকিনি উপজেলার মজিদবাড়ি ভুরঘাটা গ্রামের মোঃ রুবেল হাওলাদার গত দুই বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় একটি পা হারায় এবং অন্য পা টি মারাত্বকভাবে ভেঙ্গে যায়। ডাক্তার এখনও তার চিকিৎসা করছে বলে যানা যায়। রুবেলের একটি ছয় বছরের ছেলে সন্তান রয়েছে। সে রকম অর্থ সম্পদ ও জমিজমা না থাকায় বিপাকে পরছেন অসহায় গৃহবধু পাখি বেগম। কোন উপায় আন্ত না পেয়ে, নিজের শালীনতা বজায় রেখে পঙ্গু স্বামী আর অবুঝ সন্তানের মুখে দু মুঠো খাবার তুলে দিতে খোলা রাস্তার উপর ছোট একটি টেঁবিল বসিয়ে রমজানে রোজা দারদের জন্য ইফতারী বিক্রি করতে দেখা যায়।

পাখি বেগম কান্নাজরিত কন্ঠে সাংবাদিকদের বলেন, কি আর করব ভাই, এভাবেই চালাচ্ছি সংসার। সরকারি রাস্তার উপরে বসে বেচি, আমারতো ছোট একটা দোকান দেয়ারও চালান নাই। শীতের সময় পিঠা বিক্রয় করছিলাম ভাল চলছিল,এহন রোজায় ইফতারী বেচি লক ডাউনে তা বেশী চলে না। কিভাবে করমু পঙ্গু স্বামীর চিকিৎসা,আর কিভাবে খাওয়ামু ঘরে পড়া স্বামী আর ছেলেরে। গরীবরে দেহার কেউ থাহেনা,দেহে আল্লাহ।ভাই, সরকার কত লোককে কত কিছু দিছে,আমারে যদি একটু সাহায্য করতো তাহলে পরিবারের সবাইকে নিয়ে ভাল ভাবে বেঁচে থাকতে পারতাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads