• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
ভিপি নূরের বিরুদ্ধে কুমিল্লার দুই থানায় অভিযোগ

সংগৃহীত ছবি

সারা দেশ

ভিপি নূরের বিরুদ্ধে কুমিল্লার দুই থানায় অভিযোগ

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০২১

ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আওয়ামী লীগকে কটাক্ষ করে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা থানায় দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান ও বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার।

সূত্র জানায়,গত রবিবার রাতে অভিযোগ দুইটি দায়ের করেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ও উপজেলার নোয়াকান্দি গ্রামের মনু মিয়া সরকারের ছেলে সেলিম সরকার এবং বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর উত্তর পাড়ার মনিরুল হকের ছেলে রাসেল মিয়া।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ ও বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ বলেন,ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু একই অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তাই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads