• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
ফেনসিডিলবাহী পিকআপের সংঘর্ষ অটোভ্যান চালক নিহত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফেনসিডিলবাহী পিকআপের সংঘর্ষ অটোভ্যান চালক নিহত

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ মে ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে ফেনসিডিলবাহী পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানের মখোমুখি সংর্ঘষে ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ভ্যানের এক যাত্রী।

নিহত ভ্যান চালকের নাম সফিকুল ইসলাম(৩৫) । তিনি নবাবগঞ্জ উপজেলার ৮ নং মামুদপুর ইউনিয়নের আম বাগান গ্রামের মোহাম্মদ আলী সুরুজের ছেলে।

দুর্ঘটনাকবলিত পিকআপ থেকে পুলিশ ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

রোববার সকাল সাড়ে ৯টায় ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিম মহাসড়কের রঘুনাথপুর কানাগাড়ী গ্রীন অটোরাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল সাড়ে ৯টায় ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর কানাগাড়ী গ্রীন অটোরাইস মিলের সামনে মহাসড়কে পিকআপ ও ব্যাটারি চালিত ভ্যানের মখোমুখি সংর্ঘষ হয়। এত ঘটনাস্থলেই ভ্যান চালক  সফিকুল ইসলাম মারা যান। এ সময় স্থানীয় জনতা পিকআপটিকে (ঢাকা মেট্রো-ন-১৫-৯০৮১) আটক করে। পিকআপটির চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে আহত যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর নেওয়াজ আহম্মেদ জানান, নিহত ভ্যান চালকের মরাদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং ভ্যানের আহত যাত্রীর অবস্থা আশংকা জনক হওয়া তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads