• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ২১ জনকে আর্থিক অনুদান প্রদান

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ মে ২০২১

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ২১ জন অসুস্থ রোগী পেলো সমাজসেবা অধিদফতরের অনুদানের চেক।

আজ শনিবার (৮ মে) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকার করে অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

জানা গেছে, সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলায় দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ২১ জন অসুস্থ রোগীকে ১০ লক্ষ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। অসুস্থ রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার করে অনুদান দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম, কালীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র এসএম রবীন হোসেন, আওয়ামী লীগ নেতা এইচএম আবুবকর চৌধূরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads