• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

গৌরীপুরে সরকারীভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু

  • গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ মে ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে সরকারীভাবে অভ্যন্তরীন বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

আজ শনিবার (৮ মে) সকাল ১১ টায় গৌরীপুর খাদ্য গুদামে এ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দকী।

প্রথমদিন উপজেলার দাড়িয়াপুর গ্রামের কৃষক আমির আলীর ধান ক্রয়ের মাধ্যমে গৌরীপুরে বোরো সংগ্রহ অভিযান শুরু করা হয়। চলতি বোরো মৌসুমে এ উপজেলার দুটি গুদামে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৯০০ মেঃ টন ধান ও ৪০ টাকা কেজি দরে ৯ হাজার ৯৬৮ মেঃ টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, উপজেলা খাদ্য শস্য সংগ্রহ কমিটির সদস্য ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, গৌরীপুর খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার, শ্যামগঞ্জ খাদ্য গুদামের কর্মকর্তা ইসরাত আহমেদ পাপেল, স্থানীয় মিলার মালিক দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক রাকিব, উপজেলা তাঁতী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান টিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মুকতাদির শাহীন ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাবেক ছাত্রলীগ নেতা উমর ফারুক স্বাধীনসহ স্থানীয় সাংবাদিক ও মিলার মালিকগণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads