• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
‘গুমের’ ১৩ বছর পর ফিরল রুবেল, আত্মগোপনে মামলার বাদী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

‘গুমের’ ১৩ বছর পর ফিরল রুবেল, আত্মগোপনে মামলার বাদী

  • সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মে ২০২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক কুড়েরপাড় এলাকার জানু মিয়ার ছেলে রুবেল (২১)। তাকে গুম করার অভিযোগে ২০০৭ সালের ২৩ ফেব্রুয়ারি দুইজন মুক্তিযোদ্ধাসহ ১৯ জনকে আসামি করে মামলা করেন রুবেলের মা রহিমা খাতুন। ওই মামলায় আসামিরা কারাভোগ করে। বর্তমানে সকল আসামি জামিনে রয়েছেন। গত বুধবার রাতে নিজ বাড়িতে জীবিত ফিরে আসে রুবেল। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে আসামিপক্ষের লোকজন রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে রাত আটটায় সদর থানায় নিয়ে যায়। আত্মগোপন করে মামলার বাদী রহিমা খাতুন।

রুবেল জানায়,তার মা রহিমা খাতুনের মারধর ও ক্ষুদার যন্ত্রনায় বাড়ি থেকে পালিয়ে যায় ঢাকার কমলাপুর। তখন তার বয়স ছিল সাত বছর। সেখানে দীর্ঘদিন ভিক্ষা করে। পরে এক লোক তাকে রামপুরা একটি হোটেলে কাজ নিয়ে দেয়। বর্তমানে মগবাজার মধুবাগ হাতিরঝিল সংলগ্ন মসজিদের পাশে বাসা ভাড়া নিয়ে রং মিস্ত্রির কাজ করছে। তবে সেখানে তিনি রং মিস্ত্রি আল আমিন নামে পরিচিত।

রুবেল আরো জানায়, পালিয়ে যাওয়ার ১০ বছর পর তার মায়ের সঙ্গে যোগাযোগ হয়। তখন বাড়িতে আসতে চাইলে তার মা নিষেধ করে। বাড়িতে গেলে তাকে মেরে ফেলবে এমন ভয় দেখায় মা। গত ৬ বছর ধরে বাড়িতে আসতে না পেরে মাকে না জানিয়েই বুধবার রাতে ফিরে আসে। তখন মা বলে তুই কেন আসলে, তোকে মেরে ফেলবে। রুবেলের দাবি, তার মা সুবিধাজনক না। সে অন্য লোকের প্ররোচনায় মামলা করেছে। তাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। 

এদিকে রুবেল ফিরে আসার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে মামলার আসামী পক্ষ তাকে আটক করে। তার কাছ থেকে প্রকৃত সত্য জানার পর নিয়ে যায় সদর থানায়।

স্থানীয়দের অভিযোগ, রহিমা খাতুন মামলাবাজ মহিলা হিসেবে পরিচিত। মিথ্যা মামলা করে টাকা হাতিয়ে নিতেন তিনি। গুমের মামলাটি মিথ্যা হওয়ায় রুবেল ফিরে আসার পর বৃহস্পতিবার সকাল থেকেই রহিমা খাতুন আত্নগোপন করেন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, মামলাটি পুরোনো। পুলিশ ও ডিবি তদন্ত করেছিল। শুক্রবার ভিকটিমকে আদালতের জিম্মায় দেয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads