• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

ফিলিস্তিনের মুসলিমদের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মে ২০২১

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েল বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। “প্রজন্ম ৯২” জিনজিরা পি এম পাইলট স্কুল এন্ড কলেজ, এ ছাড়াও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার (২১ মে) জুম্মার নামাজের পর এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীরা দখলদার ইহুদি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রজন্ম ৯২ ও ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সভাপতি, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাহিদুল হক সাহিদ। প্রজন্ম ৯২ এর সাধারণ সম্পাদক, হাজী জাকির হোসেন, উপদেষ্টা ওমর ফারুক অপু জিনজিরা পি এম পাইলট স্কুল এন্ড কলেজের ৯৪ ব্যাচের মোঃ ফারুকী সহ আরো অনেকে।

বক্তারা বলেন, দখলদার ইসরায়েলের পন্য ব্যবহার করে আমরা নিজেরাই তাদেরকে অর্থনৈতিক ভাবে সম্মৃদ্ধ করছি। এতে দিন দিন ইহুদি সন্ত্রাসীরা আরো শক্তিশালী হয়ে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর জোর জুলুমের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। বক্তারা দখলদার ইসরায়েলি সকল পন্য বর্জনের আহ্বান জানান।

মোঃ সাহিদুল হক সাহিদ বলেন, এক দিকে ইহুদি সন্ত্রাসীরা আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা করছে অন্যদিকে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো তাদের সাথে ব্যবসা করছে। খুব কষ্টের সাথে বলতে হচ্ছে আজ সৌদি রাজ পরিবার তাদেরকে সমর্থন করে তাদের সাথে ব্যবসা করছে। এটা খুবই দুঃখজনক। তাই আমি সবাইকে আহবান জানাচ্ছি যার যার অবস্থান থেকে ইহুদি সন্ত্রাসীদের তৈরি করা সকল পন্য বর্জন করুন।

মানববন্ধন শেষে দখলদার ইসরায়েল ও তাদের মিত্র দেশ আমেরিকার পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।

উল্লেখ্য দীর্ঘ ১১ দিন ভয়াবহ যুদ্ধের পর অবশেষে ইসরাইল ও ফিলিস্তিন দুই পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।আর এ ক্ষেত্রে মধ্যস্থতা করেছে মিসর। যুদ্ধবিরতির খবরে ফিলিস্তিনে চলছে উৎসবের আমেজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads