• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
ঝগড়া থামাতে গিয়ে টেঁটার আঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর  

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঝগড়া থামাতে গিয়ে টেঁটার আঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর  

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ মে ২০২১

 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দ্বন্ধে টেঁটাবিদ্ধ হয়ে আব্দুল কাদির (৪৫) নিহত হয়েছেন। সে পেশায় একজন বাঁশ ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার মেদিরকান্দা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয়জনকে আটক করে থানায় আনার পথে পুলিশের গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলমাকান্দা থানায়  মামলা দায়ের প্রস্তুতি চলছে।


নিহত আব্দুল কাদির (৪৫) উপজেলার সদর ইউনিয়নে নয়ানগর গ্রামের খোরশেদের ছেলে। খারনৈ ইউনিয়নে মেদিরকান্দা গ্রামের নাসির উদ্দিনের ছেলে বাবুল মিয়াসহ (৪০) দুজন আহত হয়েছেন। বাবুলের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও অপর পক্ষের মানিক খন্দকারের ছেলে আলমগীর আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, খারনৈ ইউনিয়নের মেদিকান্দা গ্রামের জসিম উদ্দিনের ১৮ কাঠা (১৪৪ শতাংশ) জমির দখল নিয়ে গ্রামের মানিক খন্দকারের সাথে দ্বন্ধ, মামলা চলমান ছিল। এনিয়ে গ্রামে সালিশ বৈঠকও এরআগে হয়েছে।  আজ (বুধবার) দুপুর ২টার দিকে বাবুল মিয়া আব্বাসের দোকানে যান এবং জমি সংক্রান্ত আলাপ আলোচনার এক পর্যায়ের মানিক খন্দকারের লোকজন বাবুল মিয়াকে মারপিট করে। খবর পেয়ে কলমাকান্দা সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের ৬নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি আবুল মিয়ার ছোট ভাই বাঁশ ব্যবসায়ী আব্দুল কাদির ঘটনাস্থলে দ্বন্দ্ব মিমাংসা করতে আসে। সিদ্দিকের দোকানে বসা দরবারে মানিক ও তারা মিয়া পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে মানিক খন্দকারের ভাই কাশেম উত্তেজিত হয়ে দরবার করতে আসা আব্দুল কাদিরের বুকে টেঁটা বিদ্ধ করে। পরে স্থানীয়রা টেঁটাবিদ্ধ কাদিরকে সহআহত আরও দুজনকে হাসপাতালে নিয়ে আসার পথের মধ্যে কাদির মারা যান।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক উন্মে সুমাইয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়েছে। নিহতের বুক টেঁটাবিদ্ধ অবস্থায় ছিল।

এ বিষয়ে মানিক খন্দকারসহ পক্ষের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা  করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

কলমাকান্দা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম মাহমুদুল হক সাংবাদিকদের জানান, এ ঘটনায় ছয়জনকে আটক করে আনার পথে পুলিশের গাড়ীতে হামলা গাড়ি গ্লাস ভাঙচুর করেছে নিহতের পক্ষের লোকজন। নিহতের সুরতাহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক  সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads