• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

রোহিঙ্গা ক্যাম্পে স্যাভলন পানে এক নারীর আত্নহত্যার চেষ্টা

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মে ২০২১

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে এক রোহিঙ্গা নারী স্যাভলন পানে আত্নহত্যার চেষ্টা চালিয়েছে। এপিবিএন পুলিশ সদস্যরা খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

এপিবিএন পুলিশ সুত্রে জানা যায়, বৃৃৃহস্পতিবার (২৭ মে)  রাত ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পের বি-ব্লকের ১০৫১/৪নং শেডে ছলিমুল্লাহর স্ত্রী লায়লা বেগম (২৮) এবং শাহাবুদ্দিনের স্ত্রী ইসলাম খাতুন (৩০) এর সাথে পারিবারিক বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও গালমন্দের ঘটনা ঘটে। এতে এক পর্যায়ে লায়লা বেগম অভিমানে ঘরে থাকা স্যাভলন পান করে আত্নহত্যার চেষ্টা চালায়।

তখন এপিবিএন পুলিশ সদস্যরা খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নয়াপাড়া আইপিডি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর সে আশংকামুক্ত হয়।

এ ব্যাপারে কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads