• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বৈশ্বিক মহামারীতেও দেশের উন্নয়ন থেমে নেই : রফিকুল ইসলাম এমপি

  • মো. মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মে ২০২১

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, দেশের জনগণের ভাগ্যন্নোয়নে প্রতিনিয়ত কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বে আমরা দেশের উন্নয়ন কাজগুলো করতে সক্ষম হচ্ছি। ফলে মানুষ এখন মৌলিক চাহিদাগুলো ভোগ করতে পারছে।

গতকাল রোববার বিকেলে টেলিকনফারেন্সে নব নির্মিত শাহরাস্তি পৌরসভার ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার ও উচ্চ জলাধার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও দেশের উন্নয়ন থেমে নেই। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ। এসময় বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী আবু মুসা ফয়সাল, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা মোজাম্মেল হক পাটোয়ারী, জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আদেল, পৌর আ’লীগের সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌরসভা আ’লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর আ’লীগের যুগ্ন আহবায়ক ও কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী, পৌর কাউন্সিলর মকবুল আহমেদ, ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন বক্তব্য রাখেন।

শাহরাস্তি পৌরবাসির জন্য পানি শোধনাগার ও উচ্চ জলাধারটি নির্মাণে সরকারের ব্যয় হয় ১১ কোটি ৫৯ লাখ ৩৩ হাজার টাকা এবং এটি নির্মাণ করার জন্য প্রায় ৩ কোটি টাকা মূল্যের এক একর সম্পত্তি দান করেন পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ।

এই প্রকল্পটি চালু ওয়ার ফলে প্রায় ৩০ হাজার লোক বিশুদ্ধ পানি সরবরাহের আওতায় এসেছে। কাজটি বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য প্রকৌশ অধিদপ্তর চাঁদপুর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads