• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি

  • শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন ২০২১

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সংকট ও সাপ্তাহিক ছুটির কারণে যানবাহনের চাপ বেড়েছে। এতে উভয় ঘাটে ফেরি পারের অপেক্ষায় থাকা যাবাহনের দীর্ঘসারির সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে উভয় ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাকসহ সাত শতাধিক  যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। ফেরি সংকটের কারণে এ নৌরুট দিয়ে যানবাহন পারাপার ব্যহত হয়। সচল ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হালকা গুঁড়ি  গুঁড়ি বৃষ্টি থাকায় ফেরি ঘাটে এসে পারের অপেক্ষায় থাকা বাস যাত্রী, যানবাহন চালক ও শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী ও শিশু যাত্রীদের দুর্ভোগের সীমা ছিল না বলে যাত্রীরা অভিযোগ করেন।

বিআইডব্লিউটিসি আরিচা অফিস সূত্রে জানা যায়, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৮টি রো-রো, ৬টি ইউটিলিটি ও ১টি কে-টাইপ ফেরি রয়েছে। ছোট-বড় মিলিয়ে ১৫টির মধ্যে সচল ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দুটি ফেরির যান্ত্রিক ত্রুটি থাকার কারণে স্থানীয় ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে।

কয়েকজন বাসের যাত্রীরা জানান, পাটুরিয়া ঘাটে এসে ফেরি পারের অপেক্ষায় থেকে তাদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় বাসের মধ্যে বসে থেকে তারা ক্লান্ত হয়ে পড়েছেন। ছোট-ছোট বাচ্চারা কান্নাকাটি করছে। দুপুরের খাবার, পানি ও টয়লেটের সমস্যা হচ্ছে। গুড়ি-গুড়ি বৃষ্টি থাকায় বাস থেকে নিচে নামতেও সমস্যা হচ্ছে।

ট্রাক চালকরা জানান, এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ট্রাক নিয়ে ফেরি পারের অপেক্ষায় ঘাটে এসে বসে থেকে তাদের খাওয়া-দাওয়া, গোসল ও টয়লেটসহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় ধরে তারা ফেরি পারের জন্য অপেক্ষা করছেন। কখন ফেরির নাগাল পাবেন তারা বলতে পারছেন না।

ঘাট কর্মকর্তা-কর্মচারী সুত্রে জানা যায়, পাটুরিয়া ঘাটে বাস-ট্রাক মিলিয়ে চার শতাধিক  ও দৌলতদিয়া ঘাটে দুই শতাধিক ট্রাকসহ শতাধিক বাস ফেরি পারের অপেক্ষায় ছিল। 

 

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, ফেরি সংকট ও সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। ছোট-বড় সচল ১৩টি ফেরি দিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরিগুলো পুরনো হওয়ায় ২/৩ ফেরি মাঝে মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে, স্থানীয় ভাসমান কারখানা মধুমতিতে ফেরিগুলো সাময়িক মেরামতে রাখতে হয়। দুইটি ফেরি বিকল থাকায় স্থানীয় ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। পাটুরিয়া ঘাটে তিন শতাধিক ট্রাকসহ শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারের অপেক্ষায় রয়েছে। ফেরি কম হওয়ায় বিপুল সংখ্যক যানবাহন পারাপার করতে হিমশিম থেতে হচ্ছে।

এদিকে, যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া ঘাট এলাকা ছাপিয়ে যানবাহনের সারি মহাসড়কে লাইনে গড়িয়েছে। দৌলতদিয়া ঘাট এলাকায় একই অবস্থা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads