• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নড়াইলে করোনায় আরো ৩জনের মৃত্যু, আক্রান্ত ৪২

  • নড়াইল প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুন ২০২১

নড়াইলে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৪২ জন।

সিভিল সার্জন অফিসসূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলো লোহাগড়া উপজেলার বাতাশি গ্রামের হামিদা বেগম, লক্ষ্মীপাশার রীনা বেগম ও নড়াইল সদর উপজেলার বড়গাতী গ্রামের খাদিজা বেগম। এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে রয়েছে নড়াইল সদর উপজেলায় ৩৫জন ও লোহাগড়া উপজেলায় ৭জন। ৮৭ জনের নমুনা পরিক্ষা করে ৪২ জনের পজিটিভ রির্পোট পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ৪৮.২৭ জন।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইল জেলায় সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন চলছে। ২০ জুন রাত ১২টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে আগামী ২৭ জুন রাত ১২টা পর্যন্ত। লক ডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোষ্ট বসানো হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেয়া হচ্ছে না।

এদিকে নড়াইলে লক ডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ,দুস্থদের মাঝে যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে প্রতিদিন ৩শত প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে।

রেড ক্রিসেন্টের কর্মকর্তা ও নড়াইল পৌর সভার কাউন্সিলর মোঃ রেজাউল বিশ্বাস জানান, গতকাল সোমবার থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্টের পক্ষ এ কার্যক্রম শুরু করা হয়েছে, এ কার্যক্রম অব্যহত থাকবে।

আজ মঙ্গলবার আধুনিক সদর হাসপাতাল ,পৌর এলাকার ঋষিপাড়াসহ বিভিন্ন জায়গায় খেটে খাওয়া ৩০০ মানুষের মাঝে ৩০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads