• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
সাড়া ফেলেছে রাজা বাদশা, বাহাদুর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাড়া ফেলেছে রাজা বাদশা, বাহাদুর

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন ২০২১

কোরবানী ঈদের আগেই কোরবানীর জন্য গৃহপালিত রাজা, বাদশা ও বাহাদুর নামে তিনটি ষাঁড় গরু নিয়ে সাড়া পড়েছে এলাকায়। এলাকার অনেকেই গরুগুলো দেখতে এখন ভিড় করছে খামারে। উপজেলার বিনোদনগর গ্রামের জিয়াউর রহমান মানিক তার নিজ বাড়িতে এ তিনটি ষাঁড় পালন করেছেন।

জিয়াউর রহমান মানিক জানান, ফ্রিজিয়াম জাতের তিনটি ষাঁড় পাঁচ বছর ধরে খড়, খল, ধানের গুঁড়া ও ঘাস খাইয়ে মোটা তাজাকরণ করছেন তিনি। তিনি শখের বশে ষাঁড়গুলোর নাম দিয়েছেন-রাজা, বাদশা ও বাহাদুর। অত্যন্ত শান্ত স্বভাবের গরুগুলোর মধ্যে বাদশার বর্তমান ওজন ২০ মণ, বাহাদুরের ওজন ২৫ মণ, রাজার ওজন ২০ মণ। এবার ঈদে তিনি ষাঁড় তিনটি বিক্রি করতে চান তিনি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, এবার উপজেলায় চার হাজার ৬শ ১২টি খামারে ১৫ হাজার ২৪টি কোরবানির পশু উৎপাদন হয়েছে। এলাকার চাহিদা মিটিয়ে প্রায় আড়াই হাজার কোরবানির পশু অন্য জেলায় রপ্তানি করা হবে। খামারিদের উৎপাদিত গরুর মধ্যে জিয়াউর রহমান মানিকের গরুগুলো আকারে বড়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads