• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮

সারা দেশ

করোনাক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, মৃত্যুর পর লাশ মর্গে

  • বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
  • প্রকাশিত ০৮ জুলাই ২০২১

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে জ্বর, সর্দি, কাশি নিয়ে আসমা আক্তার (৩৮) নামে এক নারীকে নিয়ে আসেন তার স্বামী। র‍্যাপিড এন্টিজেন টেস্টে আসমা’র শরীরে ধরা পড়ে করোনা। এই খবর শুনেই পালিয়ে যান স্বামী মোজাম্মেল। এই খবর এখানেই শেষ নয়।

গত বুধবার (৬ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া এই নারীর বুধবার (৭ জুলাই) দিবাগত রাত ১টায় মৃত্যু হয়। হাসপাতাল থেকে এই খবর স্বামীকে জানাতে তার মুঠোফোনে খবর দিতে চাইলেও তা বন্ধ পাওয়া গেছে। তাই বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত আসমা আক্তারের নিথর মরদেহ পড়ে আছে চমেক মর্গে। তার বাড়ি চট্টগ্রামের ডবলমুরিং থানার মৌলভীপাড়ায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের পুলিশ ফাঁড়ির হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়, আছমা আক্তারকে ভর্তির পর থেকেই কোন অভিভাবক যোগাযোগ করেননি। গতকাল রাতে আছমা আক্তার মারা গেলে স্বামীর ০১৭১৮৬৩৩২৯৮ নম্বরে ফোন করে বন্ধ পাওয়া গেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads