• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
‘ভাগ্যরাজের’ দাম ১৫ লাখ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

‘ভাগ্যরাজের’ দাম ১৫ লাখ

  • টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)
  • প্রকাশিত ১২ জুলাই ২০২১

২৫ মণ ওজনের বিশাল আকৃতির গরু ‘ভাগ্যরাজের’ দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। আসন্ন কোরবানির ঈদে এই দামে বিক্রির আশা করছেন ভাগ্যরাজের মালিক। বিশাল আকৃতির এই ভাগ্যরাজের মালিক উপজেলার কাশিপুর গ্রামের আহাদ আলী।

নিজ বাড়িতে স্ত্রীর সহযোগিতায় গরুটি লালন-পালন করছেন তিনি। গরুটি দেখতে প্রতিদিনই আশপাশের মানুষ ভিড় করছেন। ২৫ মণ ওজনের গরুটি লালনপালন করতে এ পর্যন্ত তার চার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। গত চার বছর ধরে নিজ বাড়ির গোয়াল ঘরে রেখে পালছেন এ গরুটি। আহাদ আলী বলেন, গত তিন বছর আগে উন্নত জাতের গরুর সিমেন ইনজেকশনের মাধ্যমে আমার বাড়িতে পোষা একটি দেশি জাতের গাভী গরুর গর্ভে প্রবেশ করায়। এরপর নির্দিষ্ট সময় পার হলে এই গরুটির জন্ম হয়। এজন্য নাম দেওয়া হয়েছে ‘ভাগ্যরাজ’। 

আহাদ আলীর দাবি, দীর্ঘ এ সময়ে গরু পালন করতে কখনো মোটাতাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে স্থানীয় খাবার খৈল, ভুষি ও কাঁচা ঘাষ দিয়ে লালনপালন করে আসছি। গরুটির ওজন ২৫ মণের বেশি হবে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads