• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
গরুর ট্রাক ৬-১০ ঘন্টায়ও ফেরির নাগাল পাচ্ছে না

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট

গরুর ট্রাক ৬-১০ ঘন্টায়ও ফেরির নাগাল পাচ্ছে না

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুলাই ২০২১

কঠোর লকডাউন শিথিলের দ্বিতীয় দিন শুক্রবারও দৌলতদিয়া ঘাটে কোরবানির পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। আটকে থাকা যাত্রী, গরুর মালিক ও ব্যাপারীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। ৬/১০ ঘণ্টার আগে গরুর গাড়িগুলো ফেরির নাগাল পাচ্ছে না।এতে করে তপ্ত রোদ-গরমে অনেক গরু অসুস্থ হয়ে পড়ছে।

শুক্রবার সরেজমিন দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, সকাল থেকেই ঘাটে গরু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী গাড়ির প্রচুর চাপ। ঢাকা ও আশপাশ অঞ্চল থেকেও লঞ্চ-ফেরিযোগে ঘরে ফিরছে প্রচুর যাত্রী। নেই স্বাস্থ্যবিধির কোনো বালাই।

বেলা সাড়ে ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত যানবাহনের দুইটি সারি সৃষ্টি হয়েছে। এসব যানবাহনের মধ্যে ৫ শতাধিক কোরবানির পশুবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যান রয়েছে।

পাশাপাশি দৌলতদিয়া ঘাটের উপর চাপ কমাতে ১৩ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে অপচনশীল আরো ৫ শতাধিক পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

এদিকে পশুবাহী ট্রাকগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফেরি পার করার সিদ্ধান্ত থাকলেও ৬/১০ ঘন্টার আগে অনেকেই ফেরির নাগাল পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

ফেরি কতৃপক্ষ বলছে, নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় আরো ফেরি বাড়নো দরকার। তাছাড়া পদ্মা-যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না।ফলে ঘাট এলাকায় যানবাহন আটকে দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হচ্ছে।

ঝিনাইদহের হরিনাকুন্ডু হতে আসা খামারি জাফর ইকবাল মিন্টু বলেন,বৃহস্পতিবার রাত সারে ৯টায় তিনি দুইটি ট্রাকে ১৭ টি গরু ও ৫ টি খাসি নিয়ে হরিনাকুন্ডু হতে রওনা দেন।রাত ২ টার দিকে তারা দৌলতদিয়া ঘাটে এসে দীর্ঘ সিরিয়ালে আটকা পড়েন।শুক্রবার বেলা ১২ পর্যন্ত তাদের গাড়ি লঞ্চ ঘাটের টার্ণিং পর্যন্ত আসতে পেরেছে।ফেরির নাগাল পেতে আরো ১ ঘন্টার মতো হয়তো লাগবে।

এ দীর্ঘ সময় ঘাটে আটকে থেকে তিনিসহ গরুর রাখালরা প্রচন্ড দূর্ভোগ পোহাচ্ছেন।দুপুরের দিকে তার একটি বড় গরু ক্লান্ত হয়ে গাড়িতেই পড়ে যায়। দীর্ঘ সময় তার মাথায় ঠান্ডা পানি দিলে পরে কিছুটা সুস্থ্য হয়।

ঝিনাইদহ থেকে আসা ও ছাগলের ব্যাপারী আমজাদ হোসেন, দুলাল উদ্দিন ও আনোয়ার হোসেন বলেন, তারা ২৫ টি খাসি নিয়ে ঢাকার গাবতলি হাটে যাচ্ছেন। শুক্রবার সকাল ৫ টার তারা দৌলতদিয়া ঘাটে এসেছেন। বেলা ১২ টা পর্যন্ত মহাসড়কে আটকে আছেন। কখন ফেরির নাগাল পাবে তারা তা জানে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, আমাদের নির্দেশনা দেয়া আছে কোরবানি পশুবাহী ট্রাকগুলোকে অগ্রধিকার ভিত্তিতে নদী পার করার। আমরা সে ভাবেই কাজ করছি। তবে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এবং নদীতে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অনেক গাড়ি ঘাটে আটকা পড়ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। দ্রুত আরো ২ টি ফেরি যুক্ত হওয়ার কথা রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads