• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রীপুরে কৃষকলীগের সভাপতি নিহত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রীপুরে কৃষকলীগের সভাপতি নিহত

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুলাই ২০২১

গাজীপুরের শ্রীপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় উপজেলা কৃষকলীগের সভাপতি মো. কবির হোসেন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর দুইটার দিকে পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে মূমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্বজনরা নিশ্চিত করেন। নিহত কবির হোসেন মাওনা ইউনিয়নের বেলতলি গ্রামের আবদুল কাদিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিজে মোটর সাইকেল চালিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশ থেকে জ্রেব্রা ক্রসিং দিয়ে পুর্ব পাশে পার হচ্ছিলেন কবির হোসেন। পরে ডিভাইডার থেকে নামতেই ঢাকাগামী বেপরোয়া একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এ সময় মোটর সাইকেল থেকে তিনি ছিটকে পড়েন মহাসড়কে।  তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যান গাড়িটি। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের স্বজনরা জানান, কবির হোসেন বহুদিন ধরেই শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আজ মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। তাঁরা জানান, নিহত কবিরের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি মো. জুবায়ের জানান, কবির হোসেন দির্ঘদিন ধরে কৃষকলীগের দায়িত্ব পালন করেন। তিনি খুবই দায়িত্বশীল ও কর্মঠ সংগঠক ছিলেন। তার অকাল মৃত্যুতে শ্রীপুরে শোকের ছায়া নেমে এসেছে। আমরা বঙ্গবন্ধুর একজন আর্দশ সৈনিককে হারালাম।

মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন জানান, দুর্ঘটনার পর ঘাতক কার্ভাড ভ্যানটি আটক করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads