• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
ভোলায় করোনা আইসোলেশন ইউনিটে এক বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভোলায় করোনা আইসোলেশন ইউনিটে এক বৃদ্ধের মৃত্যু

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুলাই ২০২১

ভোলায় করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ইলিয়াস (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৫ টার দিকে ওই রোগী আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার পর সকাল ১০টায় তার মৃত্যু হয়।

ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ সিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ভোলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায়  ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ভোলায় নতুন আরো ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩২ জন ভোলা সদর, ৩ জন দৌলতখান, ৪ জন বোরহানউদ্দিন, লালমোহন ৫ জন ও এক জন তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৪৯ জন। গত ২৪ ঘন্টায় আরো ১০ জন ভর্তি সহ বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ৩৯ জন চিকিৎসাধীন রয়েছে। করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৭২৯ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads