• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

হালুয়াঘাটে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের মোকামিয়া গ্রামে তানিয়া বেগম (৩০) নামে গৃহবধূ বিষ পানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত এই গৃহবধূ মোকামিয়া গ্রামের বাহেজ আলীর বড় ছেলে আলমের স্ত্রী। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধায় তাদের পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরলে সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটি হয়। কথাকাটাকাটি এক পর্যায়ে আলম তার স্ত্রীর গালে থাপ্পর দেয়। এতে অভিমান করে স্ত্রী তানিয়া। পরে রাত সাড়ে আটটার দিকে হঠাৎ তানিয়া বমি করতে থাকলে বিষ পানের বিষয়টি টের পায় আলম। এসময় চিৎকার শুরু করলে প্রতিবেশীরা উপস্থিত হয়। পরে টক জাতীয় খাবার খাওনোতেও কোন উন্নতি না হলে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন। অবস্থা অবনতি হলে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আলম পলাতক রয়েছে।

এ বিষয়ে ঐ গৃহবধূর বড় ভাই সোহেল রানা বলেন, আমার বোন বিষপানে আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিত ভাবে হত্য করা হয়েছে। এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন,  আমরা লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলের (মর্গে) পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মামলা বিষয়ে জানতে চাইলে তিনি জানান এখনো কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগের পেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads