• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
ধনবাড়ীতে লকডাউন মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধনবাড়ীতে লকডাউন মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০২১

সরকার ঘোষিত লকডাউন মানাতে হিমশিম খাচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন। এতে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা করা হচ্ছে। জনসমাগম রোধে ও স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হলেও সাধারণ মানুষ তা কোনো তোয়াক্কাই করছেন না। এদিকে ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা লোকজন তাদারে কর্মস্থলে ফিরে যেতে ভীড় করছে ধনবাড়ী বাস স্ট্যান্ড চত্বরে।

আজ শনিবার দুপুরে কঠোরতম লকডাউনের দ্বিতীয় দিনেও গুরুত্বপূর্ণস্থানসহ ও বিভিন্নস্থান ঘুরে দেখা যায় এ চিত্র।

এদিকে উপজেলা প্রশাসানের লকডাউন কার্যকর ও জনসাধারণকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখলেও উপজেলা পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। অন্যান্য এলাকাতে স্বাভাবিকভাবেই চলাচল করছে মানুষজন।

সরেজমিনে দেখা যায়, ধনবাড়ী বাস স্ট্যান্ড থেকে কোন দূরপাল্লার ও আন্তঃজেলা বাস চলাচল না করলেও শহরজুড়ে অনেকটা স্বাভাবিকভাবেই ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপভ্যান, লেগুনা, ইজিবাইক, অটোরিক্সা, মোটরসাইকেলসহ হালকা যানবাহন চলাচল করছে। এছাড়া ধনবাড়ী বাস স্ট্যান্ডের সিএনজিগুলো দ্বিগুণ ভাড়া নিয়ে ঢাকার দিকে যাচ্ছে যাত্রী নিয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হলেও সাধারণ মানুষজন আগের মতই চলাচল করছে। স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই অনেকেই ঘুরাঘুরি করছে। ধনবাড়ী বাজারের বিভিন্ন শপিংমল, ব্যবাসায়ী প্রতিষ্ঠান, কাপড়ের দোকান, মোবাইলের দোকান, জুতার দোকান, ট্রেইলার্স, কসমেটিকস্, বিভিন্ন লাইবব্রি, ফ্রিজের দোকান, মোজাইকের দোকানসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।

এছাড়াও সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় কর্মজীবী, দিনমজুর, শ্রমিকদের ভীড় দেখা গেছে।

সচেতন মহলের দাবি, উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসিয়ে টহল জোরদার করার। না হলে করোনা সংক্রমণ আরও বাড়বে এ উপজেলায়।

অপরদিকে, করোনাভাইরাস সচেতনতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধনবাড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হকের নেতৃত্বে দুপুরে ধনবাড়ী বাজার ও আশেপাশের বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও মাস্ক পড়ার না দায়ে পথচারীদের ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং মাস্ক বিতরণ করেন।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪২ জন্য এবং মারা গেছে ৫ জন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিউল হক জানান, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে প্রসাশনের পক্ষ থেকে সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্নভাবে জনগণকে সচেতন করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads