• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

দৌলতদিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুলাই ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাদক বিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমান আদালত ও রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ শুক্রবার (৩০জুলাই) মামলার এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

গ্রেপ্তার শেখ হাসেম (৬০) উত্তর দৌলতদিয়া পোড়াভিটার মৃত আব্দুর রহমানের শেখের ছেলে।

বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ও রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খানের তত্বাবধানে অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় মাদক ব্যবসায়ী শেখ হাসেমের বসতঘরের স্টিলের শোকেস এর মধ্যে থেকে ১০০ পুড়িয়া যাহার ওজন ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads