• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
আখাউড়ায় আমন আবাদে ব্যস্ত কৃষক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় আমন আবাদে ব্যস্ত কৃষক

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ আগস্ট ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রোদ বৃষ্টি মাথায় নিয়ে চলতি মৌসুমে আমন ধান আবাদ শুরু হয়েছে। ধান আবাদ নিয়ে উপজেলার সর্বত্র চলছে উৎসবের আমেজ। স্থানীয় কৃষকরা জমিতে হাল চাষ,সেচপানি দিয়ে জমি প্রস্তুুতসহ চারা রোপনে এক প্রকার দিনভর ব্যস্ত সময় পার করছেন । এদিকে গত বোরো মৌসুমে ধানের ফলন ও বিক্রিতে ভাল দাম পাওয়ায় স্থানীয় কৃষকরা খুবই খুশি। তাই তারা আমন ধান আবাদে মাঠে নেমে কাজ করছেন। বেরোর চাইতে চলতি আমন আবাদে জমিতে ফলন ভাল করতে সর্বাত্তক চেষ্টা করবেন বলে জানিয়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে আমন আবাদে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। রোপনকৃত জমির মধ্যে উন্নতফলনশীল বীজসহ বিভিন্ন রকমের বীজ রয়েছে।

সরেজমিনে পৌর এলাকায় তারাগন, দেবগ্রাম, নারায়নপুর, উপজেলার নুরপুর,হীরাপুর, উমেদপুর, বাউতলা, সাতপাড়া, ধাতুরপহেলা, কুসুমবাড়ি, নুনাসারসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় স্থানীয় কৃষকরা আমন ধান আবাদে জমি প্রস্তুত, চারা উত্তোলন ও রোপনের কাজে তারা ব্যস্ত সময় পার করছেন। তবে আমন চাষ আবাদে শ্রমিক সংকট থাকায় মজুরিও বৃদ্ধি পেয়েছে।

এদিকে টানা কয়েক দিন বৃষ্টিপাত হওয়ায় বীজ তলা নষ্ট হওয়ার আশংকায় স্থানীয় কৃষকরা এক প্রকার চিন্তিত হয়ে পড়েন। তবে পযর্ন্ত বীজ তলার কোন ক্ষতি হয়নি।

উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের কৃষক মো. ফরিদ মিয়া বলেন, চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে আমন ধান আবাদ করতে জমি প্রস্তুত করেছেন। আশা করছি এক সপ্তাহের মধ্যে জমিতে আমন চারা রোপনের কাজ শেষ হবে।

কৃষক মো. বাবরু মিয়া বলেন জানায়, গত মৌসুমে ১২ বিঘা জমিতে বোরো ধান আবাদ করে ভালো ফলন পেয়েছেন। তাই এ মৌসুমে ৮ বিঘা জমিতে ধান আবাদ করছেন তিনি। ইতিমধ্যে ৩ বিঘা জমিতে আমন ধানের চারা লাগানো হয়েছে বলে জানায়।

পৌর শহরের তারাগন এলাকার মো. আলম খাঁ বলেন এ মৌসুমে ১০ বিঘা জমিতে ধান আবাদ করা হবে। ইতিমধ্যে তিনি হাল চাষ, সেচপানি দিয়ে ধান আবাদ করতে জমি প্রস্তুুত করেছেন। তিনি আশা করছেন এক সপ্তাহের মধ্যে জমিগুলোতে চারা রোপনের কাজ শেষ হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহেনা বেগম বলেন, এ উপজেলায় স্থানীয় কৃষকরা পুরোদমে আমন ধান আবাদ শুরু করেছেন। জমি প্রস্তুত, চারা উত্তোলন ও রোপনের কাজে তারা ব্যস্ত সময় পার করছেন । শেষ পযর্ন্ত আবহাওয়া অনুকুলে এবং সেচ ব্যবস্থা ঠিকমতো ভাল থাকলে আমনের লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads