• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সোনাগাজীতে ছাত্রলীগের বাধার মুখে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পন্ড

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনাগাজীতে ছাত্রলীগের বাধার মুখে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পন্ড

  • সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০২১

সোনাগাজীতে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পন্ড হয়েছে। বুধবার বিকালে পৌরশহরের কলেজ রোড়ে উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শুরুর প্রাক্কালে এ ঘটনা ঘটে।

সোনাগাজী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন সেন্টু জানান, পুলিশের অনুমতি নিয়ে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া মাহফিল শুরু হওয়ায়র আগেই উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব রবিনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বিনা উসকানিতে হামলা চালায়।তাদের বেধড়ক পিটুনিতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ নুর,যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবির,মাসুদ,জুয়েল রানা,সুমন সহ ৬জন নেতাকর্মী আহত হয়।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন বলেন, বিএনপির অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর নাম ধরে  আপত্তিকর শ্লোগান দিলে কলেজ রোড়ে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা প্রদান করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা মারমুখি হয়ে উঠলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও হামলার ঘটনা ঘটেনি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, হামলার বিষয়ে কোন পক্ষ আমাদেরকে অবগত করেনি।দুপক্ষের মুখোমুখি অবস্থানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads