• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
বন্যায় চাটমোহরসহ চলনবিলের নিম্নাঞ্চল প্লাবিত

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বন্যায় চাটমোহরসহ চলনবিলের নিম্নাঞ্চল প্লাবিত

  • জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা)
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০২১

পাবনার চাটমোহরসহ চলনবিলের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পদ্মা ও যমুনা পানি বাড়ার কারণে এ অঞ্চলের বড়াল, গুমানী, চিকনাই নদীর পানি বেড়েছে। গুমানী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পানিবন্দি হয়ে পড়েছেন বন্যাকবলিত নিচু এলাকাগুলোর মানুষ।

উপজেলার নিমাইচড়া, হান্ডিয়াল, বিলচলন, হরিপুর ও ছাইকোলা ইউনিয়নের নিম্নাঞ্চল এখন পানির নিচে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে উপজেলার একাধিক ফসলের মাঠ। পৌর এলাকার মহলায় মহলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বন্যায় গ্রামীণ সড়ক তলিয়ে গেছে,ডুবে গেছে রোপা আমন ধান। গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গো-খাদ্যের তীব্র সংকট। অন্যদিকে চাটমোহরসহ আশপাশের এলাকায় ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। চাটমোহর পৌরসভার নিচু এলাকায় বন্যার পানি ঢুকেছে। পৌর মেয়র এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনাসহ সবগুলো নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাটমোহরসহ চলনবিল অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে এ এলাকার আমন ধান ও সবজি খেতসহ ফসলের মাঠ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads