• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
পদ্মায় জেলের জালে ১৬ কেজির কাতল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

৩০ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ১৬ কেজির কাতল

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ সেপ্টেম্বর ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে কালিদাস হালদারের জালে ১৬ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া ঘাটে আনলে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

সোমবার ভোর রাতে দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় কালিদাস হালদারদহ তার সহোযোগিরা জাল ফেললে মাছটি ধরা পড়ে। 

সকালে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে আনলে স্থানীয় মৎস ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৪০০ টাকায় মাছটি বিক্রি করে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, এখন মাঝে মধ্যেই পদ্মায় বড় মাছ পাওয়া যায়। মাছটি কিনে লাভে বিক্রি করতে পেরে ভাল লাগছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বাংলাদেশ খবরকে জানান,  এখন পদ্মা নদীতে তীব্র স্রোত এই স্রোতের কারণে মাছগুলো নদীর নিচ থেকে উপরে ভেসে উঠছে এর কারণেই জেলেদের জালে বড় বড় মাছ মাছগুলো ধরা পড়ছে। তবে এই বড় মাছগুলোর জন্য অভয়াশ্রম করা গেলে সেগুলো নদীতে সহজে বংশ বিস্তার করতে পারত। আমরা পদ্মা নদীর এই অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা চালাচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads