• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সিগারেটের ম্যাচ না পেয়ে যুবকের কিল-ঘুসিতে হোটেল মালিকের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

সিগারেটের ম্যাচ না পেয়ে যুবকের কিল-ঘুসিতে হোটেল মালিকের মৃত্যু

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে সিগারেট ধরানোর জন্য ম্যাচ না দেওয়ায় রিপন হোসেন (৩৫) নামে এক যুবকের এলোপাতাড়ি কিল-ঘুসিতে মিনহাজ উদ্দিন মিনু (৫০) নামে এক হোটেল মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ডালজোড়া ইউনিয়নের দেওয়ার বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার বিকালে উপজেলার দেওয়ার গ্রামের অনু সরকারের ছেলে রিপন সরকার দেওয়ার বাজারের হোটেল ব্যবসায়ী মিনহাজ উদ্দিন মিনুর কাছে সিগারেটে আগুন ধরানোর জন্য একটি ম্যাচ চায়। এ সময় ম্যাচ না দেওয়ায় বখাটে রিপন সরকার ও তার সহযোগী তুহিন (২৫) হোটেল মালিক মিনহাজকে এলোপাতাড়ি কিলঘুসি মারতে থাকে। কিলঘুসির একপর্যায়ে মিনহাজ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত মিনহাজ উদ্দিন মিনু উপজেলার ডালজোড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হোসেন আলীর পুত্র।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কালিয়াকৈর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads