• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

বিশ্ব পর্যটন দিবসে কুয়াকাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০২১

অর্ন্তভূক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। 

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা পর্যটন মোটেলের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসন ও কুয়াকাটার বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে শোভাযাত্রাটি কুয়াকাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈকতে নির্মিত ট্যুরিজম পার্কের সামনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো. হুমায়ন কবির, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর প্রমুখ।

শোভাযাত্রা ও সভায় কুয়াকাটার পর্যটন ব্যবসায়ী ও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী ও পর্যটকরা অংশ নেয়। পর্যটন দিবস উপলক্ষে সৈকতের বিভিন্ন এলাকা সাজানো হয়। পরিস্কার করা হয় সৈকতের কিছু অংশ। তবে মূল সৈকত ছিলো ইট,পাথরের কংক্রিটের স্তুপ। 

এছাড়া ট্যুর অপারেটর এসোশিয়েশন কুয়াকাটা অব (টোয়াক), কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন( কুটুম) ও হোটেল- মোটেল এবং ট্যুরিজম ব্যবসায়ীরা পৃথক কর্মসূচী পালন করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads