• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

চার লেন সড়ক নির্মানের পক্ষে বিপক্ষে মানববন্ধন, ধাওয়া পাল্টা ধাওয়া

পরিস্থিতি নিয়ন্ত্রনে মাঠে প্রশাসন

  • এস এম হালিম মন্টু, নড়াইল
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০২১

যানজট মুক্ত নড়াইল গড়ে তোলার মানষে নড়াইল-২ আসনের সাংসদ সদস্য মাফরাফি বিন মোর্ত্তজার সুপারিশে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসে স্বাধিনতার পর এই প্রথম নড়াইলকে পরিকল্পিতভাবে উন্নয়নের শিখড়ে পৌছে নিতে চার লেন সড়ক বাস্তবায়ন হতে যাচ্ছে। এরই ধারা বাহিকতায় সোমবার সকালে নড়াইলের বানিজ্যিক বাজার রূপগঞ্জ এলাকায় চার লেন বাস্তবায়নের দাবিতে নড়াইলবাসি ব্যানারে মানববন্ধনে অংশ নিতে আসেন সর্বস্তরের মানুষেরা। এর কিছুক্ষন পরেই একই এলাকায় আসতে শুরু করে চার লেনের কারণে যারা ক্ষতিগ্রস্থ হবেন এমন ব্যবসায়ীরা। এর পরই শুরু হয় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। তবে অপ্রিতিকর কোন ঘটনার আগেই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। শহরে উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

চার লেন বাস্তবায়নের দাবিতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমঙ্গীর হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, পৌর সেচ্ছাসেবক লীগের মাসুম জুলহাস জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক নিলয় রায় বাধনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

অন্যদিকে চার লেনের বিপক্ষে জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে যারা চার লেনে ক্ষতিগ্রস্থ হবেন এমন ব্যবসায়ীরা।

পরিকল্পনা কমিশন সুত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় থেকে প্রস্তাব করা হয়েছে নড়াইল শহরাংশে জাতীয় মহা সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন শীর্ষক এই প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলেনড়াইল শহরের সড়ক প্রশস্ত করার মাধ্যমে যানজট নিরসন এবং এই মহাসড়ক ব্যবহারকারিদের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।

পরিকল্পনা মন্ত্রনালয় আরো জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় থেকে প্রস্তব পাওয়ার পর চলতি বছরের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটির সভা। ওই সভায় দেওয়া সুপারিশ গুলি প্রতি পালন করার জাতীয় অর্থনৈতিক পারষিদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে প্রকল্পটি উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। অনুমোদন পেলে ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে এ টি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।

প্রকল্পপ্রস্তবনায় বলা হয়েছে ভাটিয়াপাড়া - কালনা-লোহাগড়া--নড়াইল-যশোর মহাসড়কের নড়াইল শহরোংশের ৫ দশমিক ৫০ মিটার চওড়া। সড়কটির দুই পাশে স্কুল, কলেজ মাদ্রাসা হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র ব্যবসা প্রতিষ্ঠান হাট বাজার থাকায় খুলনা ও বেনাপোল থেকে ঢাকার পথে সড়কের ‍এই অংশটিতে সার্বক্ষনিক যানজট লেগে থাকে। এ কারণে নড়াইল শহরাশের ৫ দশমিক ৭৯১ কিলোমিটার সড়ক প্রস্ত ও মজবুত করতে সড়ক পরিবহন মহাসড়ক কিভাগ থেকে প্রকল্পটি প্রনয়ন করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি প্রস্কাব করা হয়েছিল। এতে ১৭৫ কোটি ১২ লাখ টাকা। পরে প্রস্তাবিত প্রকল্পটির ওপর গত ১৪ জানুয়ারি পিইসি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত ও পরিদর্শন কমিটির প্রতিবেদন অনুযায়ী পূর্ণগঠিত ডিপিপিতে ৫ দশমিক ৭৯১ কিলোমিটার সড়করক চারলেনে উন্নীত করতে প্রকল্পা ব্যয় ধরা হয় ১৭৯ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা। প্রকল্পের মূল কার্যক্রমের আওতায় প্রথম সড়কটির ৫ দশমিক ২৯১ কিলোমিটার অংশ চারলেনে উন্নীত করে পূর্ণঃ নির্মান করা হবে। এ ছাড় ৭৭ কিলোমিটার সড়ক মজবুত ও প্রশস্ত করা হবে। এর মধ্যে ৫ দশমিক ৭৯১ কিলোমিটা হার্ড শোল্ডার ও ৫দশমিক ৭৯১ কিলোমিটার সার্ফেসিং করা হবে। এ ছাড়া ২ লাখ ৩০ হাজার ৯০৮ দশমিক ৭১ ঘন কিলোমিটার সড়কবাধে মাটির কাজ আর এইচডি সড়কের সঙ্গে সংযুক্ত টি জংশন সড়ক টি জংশন সড়ক উর্ন্নীতকরণ একটি ৩১ দশমিক ৮২৮ মিটার পিসি গার্ডার সেতু পূণঃনির্মান দুটি আরসিসি পিসি গার্ডার সেতু পূনঃনির্মান, দুইটি আরসিসি বক্স সেতু পূর্ণঃনির্মান, আরসিসি বক্স ড্রেন কাম ফুটপথ নির্মানও ইন্টার সেকশন-সেকশন ডেভেলমেন্ট করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads