• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
বাড়তি দামে সার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাড়তি দামে সার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে লাইসেন্সবিহীন সার বিক্রি, বিনা নির্দেশে সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয়, বিপণন, পরিবহন, বিতরণ এবং বাড়তি মূল্যে সার বিক্রিসহ অন্যান্য অপরাধে তিন দোকানিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

আজ সোমবার বিকেলে উপজেলার দেওহাটা ও বাঁশতৈল এলাকায় অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

অভিযানে বাঁশতৈল বাজারের ব্যবসায়ী আবদুল হামিদ মিয়া ও মো. আলমাছ মিয়া এবং দেওহাটা বাজারের ব্যবসায়ী মো. এরশাদ মিয়াকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads