• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করে জরিমানা গুণলেন ৭৪০ যাত্রী

প্রতীকী ছবি

সারা দেশ

বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করে জরিমানা গুণলেন ৭৪০ যাত্রী

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০২১

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৭৪০ যাত্রীকে ভাড়া বাবদ জরিমানা করেছে পাকশী রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।  গতকাল শনিবার রাতে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় গত শুক্রবার ও শনিবার ঈশ্বরদী-ঢাকার মধ্যে চলাচলকারী ৭৬৩/৭৬৪ নম্বর (আপ-ডাউন) আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসে অভিযান চালানো হয়।

এ সময় চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধুসেতু পূর্ব-পশ্চিম, টাঙ্গাইল, জয়দেবপুর, বিমানবন্দর স্টেশনে ব্লক চেকিং করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ের সিনিয়র ইন্সপেক্টর (টিটিইজ) মাবুদ ইসলাম নেতৃত্বে ব্লক চেকিংয়ের অভিযানে ব্লক চেকিং গ্রোগ্রামে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু, আবু সুফিয়ান, আতিকুর রহমান, বরকতউল্লাহ আল-আমিন, হাসিবুর রহমানসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads