• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নলকায় আ'লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০২১

সিরাজগঞ্জের রায়গঞ্জের নলকা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেবার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল জব্বরের (চশমা) বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নলকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহেবগঞ্জ পুরাতন বাজারে এ ঘটনা ঘটে।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, দলের নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত কার্যালয়ে ছিলেন। তারা চলে যাওয়ার পর কার্যালয়ে আগুন দেওয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।

এতে সামিয়ানা, কিছু প্লাস্টিকের চেয়ার, ব্যানার এবং অফিসের সামনে টাঙিয়ে রাখা নৌকার প্রতিকৃতি পুড়ে যায়। স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়াম্যান আব্দুল জব্বরের (চশমা) কর্মী-সমর্থকরা এতে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

নলকা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়াম্যান স্বতন্ত্র প্রার্থি আব্দুল জব্বরের (চশমা) মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাউসার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে আমরা ৬নং ওর্য়াডে নৌকার নির্বাচনি সভা করছিলাম তখন সাহেবগঞ্জ বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বর আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখা নেওয়াসহ আওয়ামী লীগের উন্নয়নের বিরুদ্ধে কু-রুচিসম্পূর্ন বক্তব্য দেন। এরই ধারাবাহিকতায় রাতে নির্বাচনি অফিসে আগুন নিয়েছে যেন জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির করছে। আওয়ামী লীগ সমর্থীত প্রার্থীর গণজোয়ার দেখে স্বতন্ত্র প্রার্থীরা যখন নিশ্চিত পরা জয় দেখছে ঠিক তখনই এমন নেক্কার জনক ঘটনা ঘটাচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে  এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads