• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

মা নায়েলাটি শাবক নিয়ে ঘাস খাচ্ছে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাফারি পার্কে ফের নায়েলা শাবকের জন্ম

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০২১

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আফ্রিকান সাফারিতে নায়েলা শাবকের জন্ম হয়েছে। খুব লাজুক এ প্রাণী সচারচর চোখে পড়েনা। তবে অল্প কিছু দিন হলো এ শাবক জন্ম হয়েছে এমনি জানান পার্কের এসিএফ মো. তবিবুর রহমান।

আজ রোববার সকালে চোখে পড়ে মায়ের সঙ্গে শাবক ঘুরে বেড়াতে। নায়েলা ঘন জঙ্গলে বেশি থাকে বলে চোখে পড়ে খুব কম। এখনো শাবকের লিঙ্গ নির্ণয় করা যায়নি। এ নিয়ে দুটি নায়েলা হলো সাফারি পার্কে। এ নারী নায়েলা গর্ভকালীন কালে বয়স্কজনিত কারনে পুরুষ নায়েলাটি মারা গেছে। মা নায়েলাটিও এ পার্কেই জন্ম হয়েছিল।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার সরোয়ার হোসেন খান জানান, নায়েলা মুলত দক্ষিন পূর্ব আফ্রিকান সাভানা অঞ্চলের প্রাণী। সাফারি পার্কে কোর সাফারির আফ্রিকান সাফারিতে অন্য সব প্রাণী জেব্রা,জিরাফ,গ্যাজেল, ওয়াইল্ড বিস্ট, কমন ইংল্যা-ের সঙ্গে বসবাস এ নায়েলার।

তিনি জানান, নায়েলা অ্যান্টিলোপ গোত্রের প্রাণী। নারী নায়েলার শিং গজায়না তবে পুরুষের শিং হয়ে থাকে। কিন্তু হরিণের মত শিংয়ের শাখা থাকেনা। কখনো শিং পরিবর্তন হয়না নায়েলা পুরুষের। তিনি বলেন নায়েলার একটি শাবকের জন্ম দেয়। কখনো কখনো একাধিক বাচ্চার জন্ম হয়ে থাকে। এরা মুলত তৃণভোজী প্রানী। তিনি বলেন নায়েলা খুবই লাজুক প্রকৃতির। এরা মানুষের কাছে ভিড়েনা। ছোট ছোট ঝোঁপঝারেই থাকতে বেশি পছন্দ করে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান জানান, এ নারী নায়েলাটি গর্ভকালীন সময়ে পুরুষ নায়েলটি বয়স্কজনিত কারনে মারা গেছে। শাবকটি কবে জন্ম হয়েছে তা বলা যাচ্ছে না। এটি নিয়ে পার্কে নায়েলার সংখ্যা হলো দুটি। এর আগেও শাবক জন্ম নিয়েছ তবে শিয়ালের কারনে তা সার্ভাইব করেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads