• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

প্রতীকী ছবি

সারা দেশ

আখাউড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৯ জন

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০২১

সারা দেশের ন্যায় নকলমুক্ত পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি, সমমানের দাখিল ও (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার প্রথম দিন পৌর শহরসহ উপজেলার ৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে স্বাস্থ্য বিধি অনুসরন করে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিনে ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে মাধ্যমিক স্কুলে ৬ জন, মাদ্রাসায় ২০ জন ও ভোকেশনালে ৩ জন পরীক্ষার্থী রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এবছর উপজেলার ১৬টি বিদ্যালয় থেকে ৩ হাজার ৭২জন পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ২ হাজার ৫৯২, দাখিল মাদ্রাসায় ৩৫৮ এবং ভোকেশনাল থেকে ১২২ জন পরীক্ষার্থী রয়েছে।

আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর খান বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন ২৯ জন পরীক্ষায় অংশ নেয়নি। কেন তারা পরীক্ষায় অংশ নেয়নি স্ব স্ব প্রতিষ্ঠানকে এ বিষয়ে তথ্য নেওয়ার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads