• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
নিখোঁজ ইমন পেল আপন ঠিকানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নিখোঁজ ইমন পেল আপন ঠিকানা

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০২১

শিশুদের নিয়ে কাজ করা ঢাকার আপন ফাউন্ডেশনের কল্যাণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাদরাসা ছাত্র আবু সুফিয়ান ইমন (১২) ফিরলো আপন ঠিকানায়। শনিবার সকালে ঢাকা আপন ফাউন্ডেশন নিখোঁজ হওয়া ইমনকে তার পরিবারের কাছে হস্থান্তর করে। সে ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামের মাওলানা আব্দুর রহিমা হাফিজিয়া মাদরাসার ছাত্র। গত ৮ নভেম্বর সোমবার সে নিখোঁজ হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুদের নিয়ে কাজ করা আপন ফাউন্ডেশন নামের একটি সংগঠন থেকে গতকাল ১২ নভেমম্বর কুলাউড়া থানায় ফোন করে জানায় ইমনকে পাওয়ার কথা। তাৎক্ষণিক কুলাউড়া থানা পুলিশ ইমনের পারিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি জানান। পরে তাকে আনতে পরিবারের সদস্যরা ঢাকায় যান। এর আগে গত ১১ নভেম্বর ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে ইনমকে পায় আপন ফাউন্ডেশনরে সদস্যরা। তার সাথে কথা বলে ফাউন্ডেশনের সদস্যরা জানতে পারেন তার বাড়ি কুলাউড়া। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে কুলাউড়া থানায় জানানো হয়।

ইমনের চাচাতো ভাই শিপলু আহমদ জানান, আমার ভাইকে ফিওে পেয়েছি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি যাদেও কল্যাণে ইমনকে পেতে সহজ হয়েছে ঢাকার আপন ফাউন্ডেশনের সদস্যবৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, নিখোঁজ কুলাউড়ার ভুকশিমইর ইউনিয়নের মাদরাসা ছাত্র ইমনের সন্ধান পেয়ে ঢাকা থেকে আপন ফাউন্ডেশন অবগত করে। পরে আমরা তার পরিবারকে জানালে তারা ঢাকা থেকে নিযে আসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads