• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
১৫ লাখ টাকায় প্রধান শিক্ষক নিয়োগ!

প্রতীকী ছবি

সারা দেশ

১৫ লাখ টাকায় প্রধান শিক্ষক নিয়োগ!

  • পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০২১

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগমের বিরুদ্ধে ১৫ লাখ টাকার বিনিময়ে প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে গত ১৫ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই সময় ১৫ লাখ টাকার ঘুষবাণিজ্যের বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসক পটুয়াখালী ও জেলা শিক্ষা অফিসার পটুয়াখালী তদন্ত কমিটি গঠন করেন। এ ছাড়া সভাপতির দুর্নীতির বিষয়ে একজন অভিভাবকের করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বিদ্যালয়ের সভাপতির মেয়াদ আগামী ৩০ ডিসেম্বর শেষ হওয়ার কথা, এ কারণে ১৫ লাখ টাকা গ্রহণকৃত ঘুষের টাকা হালাল করার জন্য উল্লিখিত তদন্ত প্রক্রিয়াধীন ও মামলা চলাকালে আইনজীবী মতামত উপেক্ষা করে গত ২৯ অক্টোবর পুনরায় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সভাপতির নিজের লোক ব্যতীত অন্য কেউ যাতে আবেদন করতে না পারে সেজন্য, পে-অর্ডার না চেয়ে ব্যাংক ড্রাফট চাওয়া হয়েছে। অনেক ব্যাংক-ই ব্যাংক ড্রাফট করে না। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা আদালতে মামলা চলাকালে ও তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ স্থগিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মনোয়ারা বেগমের কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি জানান, দুইটি মামলার ঘটনা সত্য। আদালতে পুনঃনিয়োগের অনুমতি চেয়ে মামলা করে আপনি নিজেই কীভাবে পুনঃনিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছেন জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে মুহাম্মদ মজিবুর রহমান জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পটুয়াখালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশিঅ) ঢাকা এবং আঞ্চলিক উপপরিচালক বরিশাল থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৩ নভেম্বর চারজন কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads