• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মির্জাগঞ্জে আ’লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

  • মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০২১

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে তৃতীয় ধাপের আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে অংশগ্রহন করায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পাঁচ নেতাকে আ’লীগ থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) পটুয়াখলী জেলা আ’লীগ সভাপতি ও সধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় ।

বহিস্কৃত নেতারা হলেন, উপজেলা আ’ লীগের উপদেষ্টা আবদুল মালেক আকন, যুগ্ন সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল বশার নসির, যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিক, সহ- সভাপতি আবদুল আজিজ হাওলাদার ।

জানা যায়, আ’ লীগ এর বিদ্রোহী প্রার্থী হিসেবে মাধবখালী ইউনিয়ন থেকে আবদুল মালেক আকন আনারস ও বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম চশমা,মির্জাগঞ্জ থেকে আবুল বশার নাসির আনারস ,আমড়াগাছিয়া ইউনিয়ন থেকে আনোয়ার হোসেন বাবুল মল্লিক আনারস এবং দেউলী সুবিদখালী ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান আবদুল আজিজ হাওলাদার আনারস প্রতীকে নির্বাচন করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads