• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
রোগীর চাপ সামলাতে হাসপাতালে নতুন ওয়ার্ড

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নির্বাচন পরবর্তী সহিংসতা

রোগীর চাপ সামলাতে হাসপাতালে নতুন ওয়ার্ড

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০২১

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হয়ে গত ৫দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। রোগীর চাপ সামলাতে চালু করা হয়েছে নতুন ওয়ার্ড। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা দমানোর জন্য থানা পুলিশের নিয়মিত টহলের সঙ্গে যুক্ত রয়েছে পাঁচটি মোবাইল টিম। তবুও দমানো যাচ্ছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। হামলার শিকার সাধারণ ভোটাররা বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। সহিংসতার মামলায় সদস্য পদ প্রার্থীসহ আটক ৪জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

জানা গেছে, গত ১১নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটে। নির্বাচন পরবর্তী সদস্য পদের প্রার্থীর সমর্থকদের মধ্যে জয়-পরাজয় ও ভোট দেওয়া, না দেওয়া নিয়েও বেশ কিছু স্থানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে মোট আহত হয় ৬৭জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকে বাড়ি ফিরে এলেও গুরুতর আহতরা চিকিৎসাধী রয়েছেন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ৫০ শয্যা বিশিষ্ট আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেও রাখা হচ্ছে নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসকরাও বেশ ব্যস্ত সময় পার করছেন। অনেক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫দিনে নির্বাচনী সহিংসতায় আহত হয়ে হাসপাতালে ৬৭ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার ভাদাই ইউনিয়নের ৬নং ওয়াডে বল প্রতিকে ভোট দেয়ার কারনে মোরগ প্রতিকে জয়ী ওয়ার্ড সদস্য মহেশ্বর চন্দ্র ও তার সমথকরা রামজয় নামে এক ভোটারের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ৪জন আহত হয়। এ ঘটনায় ইউপি সদস্য মহেশ্বরসহ ২১জনকে আসামী করে আহত ভোটারের স্ত্রী শ্রীমতি সুশিলা রানী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ জানান, নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন ওয়ার্ড চালু করেও রোগীর চাপ সামলানো কষ্ট হচ্ছে।

এদিকে সোমবার এক মামলায় ৭২জন অভিযুক্ত আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে প্রার্থীসহ ৪জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন লালমনিরহাটের আমলি আদালত-২ এর বিচারক ইকবাল হোসেন। এরা হলেন-উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বর্তমান ইউপি সদস্য ও সদস্য পদ প্রার্থী নবিকুল কাজি (৫৫), তার ছেলে জাহিদ হাসান (২৫), একই গ্রামের নুর ইসলাম (৫২) ও তার ভাই ইসমাইল হোসেন (৪২)। গত ১১নভেম্বর ভোট গ্রহণের দিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা বহুমুখী দাখিল মাদরাসার ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় মামলা হয়।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, সহিংসতা রোধে মাঠে কাজ করছে অতিরিক্ত পাঁচটি মোবাইল টিম। এছাড়াও থানা পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। নির্বাচনী সহিংসতায় দায়েরকৃত অভিযোগগুলের তদন্ত চলছে। একটি মামলার এজাহার নামীয় ৭২ আসামি গত সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে প্রধান আসামি নবিকুল কাজিসহ ৪জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads