• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
নাগরী ইউপি নির্বাচন, প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নাগরী ইউপি নির্বাচন, প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০২১

গাজীপুরের কালীগঞ্জে আসন্ন নাগরী ইউনিয়ন পরিণদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসসাদিক জামান।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান।

এ সময় চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৩ চেয়ারম্যান, ৩৯ সাধারণ সদস্য, ১৪ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও স্থানীয় গণমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নের ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৬৯৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫২৬ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ১৭১ জন। আর ওই পরিমান ভোটার ১৪টি ভোট কেন্দ্রে ৮৭টি কক্ষের মাধ্যমে তাদের ভোটাধীকার প্রয়োগ করবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৯ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্ধি প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।   

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads