• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 

  • শেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর ২০২১

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ছয় ঘটিকা থেকে পৌরশহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ,পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, হুইপ কন্যা ডা.শারমিন রহমান অমিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর,আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

শেরপুর প্রেসক্লাব, শেরপুর সরকারী কলেজ, শেরপুর মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন শেষে সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়।

শেরপুর শহীদ স্মৃতি মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মলিত কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এবং পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads