• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

সিলেটে ৩০ উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

  • জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর ২০২১

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর পূর্বভাগ গ্রামে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর আওতায় সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম আরডিআরএস বাংলাদেশ ৩০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়’র শুভ উদ্বোধন অনুষ্ঠানের কাজ সম্পন্ন করেছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় আরডিআরএস বাংলাদেশ’র জেলা প্রোগ্রাম ম্যানেজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ.আবু জাহিদ। বিশেষ অতিথি ছিলেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সিলেট জেলার সহকারী পরিচালক, মো.নজরুল ইসলাম ভুইয়া, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মো.মহিউদ্দীন আহমদ, সহকারী শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, গরীবে নেওয়াজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র, আরডিআরএস বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো.খলিলুর রহমান, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোছা. মরিয়ম সুলতানা, জাগরণীচক্র ফাউন্ডেশনের জেলা ম্যানেজার মো.আব্দুল বাকী।

উল্লেখ্য দেশের ৬৪ জেলার ৩৬৫ উপজেলা ও সিটি কর্পোরেশনে ঝড়ে পড়া ও বিদ্যালয়ে ভর্তি না হওয়া ৮ থেকে ১৪ বছর বয়সের শিশুদের শিক্ষার মুলধারায় ফিরিয়ে আনার লক্ষে কাজ করছে সরকার। “সেকেন্ড চান্সে শিক্ষা দান, শেখ হাসিনার অবদান”-এই স্লোগানকে সামনে রেখে ঝড়ে পড়া শিশুদের পড়াশুনায় আগ্রহী করতে দক্ষিণ সুরমা উপজেলায় ৭০ টি উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কথা থাকলেও ইতোমধ্যে ৩০ টির শুভ উদ্বোধন কাজ সম্পন্ন সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম আরডিআরএস বাংলাদেশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads