• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে হাতুড়িপেটা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে হাতুড়িপেটা

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ডিসেম্বর ২০২১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে এলোপাতাড়িভাবে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। হাতুড়িপেটায় গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়েছে শিক্ষার্থীকে। আহত শিক্ষার্থীর নাম মো. শরীফ রাজু (২৩)। তিনি বশেমুরবিপ্রবির বাংলা বিভাগ তৃৃতীয় বর্ষে অধ্যয়নরত। আক্রমণকারীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তুফান চৌধুরী (২২), তার বড় ভাই মোর্শেদ চৌধুরী (৩০) ও তাদের বাবা মুরাদ চৌধুরী (৭০)।

গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী গোবরা এলাকার সোবহান সড়কে এ ঘটনা ঘটে। পরে রাজুকে ঘটনাস্থল থেকে বাংলা বিভাগের শিক্ষক আবদুর রহমান এসে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় বাংলা বিভাগের শিক্ষার্থী গোলাম রুসুল বাদী হয়ে মোর্শেদ চৌধুরী ও তুফান চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাত ৫-৭ জনের নামে একটি মামলা করেন।

গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় যারা জড়িত আছে তদন্তসাপেক্ষে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads