• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
টাঙ্গাইলে দুই যুগ পর হচ্ছে বিএনপির সমাবেশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টাঙ্গাইলে দুই যুগ পর হচ্ছে বিএনপির সমাবেশ

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০২১

টাঙ্গাইল জেলা বিএনপির দুই যুগ পর হতে যাচ্ছে সমাবেশ। আগামীকাল বুধবার শহরের পৌর উদ্যানে সকাল ১০ টা থেকে শুরু হবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য এই  সমাবেশ।

টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক মির্জা আযমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান বক্তা  হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক  আমানুল্লাহ আমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ দুপুরে সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা বিএনপি এরপর জেলার নেতাদের সাথে সমাবেশ  সফল করার জন্য বিস্তারিত আলোচনা করেন টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক মির্জা আযম ও সদস্য সচিব মাহমুদুল হক সানু।

টাঙ্গাইল জেলার আহবায়ক মির্জা আযম জানান,সমাবেশ সফল করার জন্য সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। প্রশাসন মৌখিক আনুমতি দিয়েছেন আশা করি বিকালের মধ্যে লিখিত আনুমোদন পেয়ে যাবো।

সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন,দুই যুগ পর বিএনপির এরকম সমাবেশ টাঙ্গাইল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফখরুদ্দিনের আমল থেকে কোন প্রকার সমাবেশ করতে পারি নাই টাঙ্গাইল শহরে তাই এ সমাবেশ টি অনেক ঝাঁক ঝমক পূর্ণ হবে বলে আশাবাদী করছি।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান,সমাবেশে কোন প্রকার সমস্যা না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনি তৎপর রয়েছে। পর্যাপ্ত পরিমানে পুলিশ মোতায়েন করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads