• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মুন্সিগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা খারিজ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০২১

মুন্সিগঞ্জে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান (৪৮)ও‌ ডিজিটাল মিডিয়া উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ (৪৬) এর বিরুদ্ধে মুন্সিগঞ্জ আদালতে মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখা।

বুধবার (২২ডিসেম্বর) দুপুরের দিকে মুন্সিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ সময় মুন্সিগঞ্জ আমলী আদালত ১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মানিক দাস মামলাটি শুনে‌ খারিজ করে দেন।

মামলার সুত্রে জানা গেছে, গত ০১ ডিসেম্বর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান মিডিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়াপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (তারেক জিয়ার) কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপুর্ন নারী বিদ্বেষী এবং যে কোন নারীর জন্য মর্যাদাহীনকর ভাষা ব্যাবহার করে সাক্ষাতকার দেন এবং উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওই সাক্ষাতকার গ্রহন করেন। যা পরবর্তিতে ডা: মুরাদ হাসান তার ভেরিফাইড ফেসবুক পেইজে প্রচার ও প্রকাশ করেন।

এ ব্যাপারে মামলার বাদী এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী বলেন ,বাংলাদেশ সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এবং উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ মিলে জিয়া পরিবারের উপর এহেন নির্লজ্জ অশালীন মিথ্যাচার এবং নারী বিদ্বেষী ও নারীর প্রতি এই অবমাননামুলক বক্তব্য ডা: মুরাদ হাসান এর ফেইসবুক পেইজ থেকে সারা পৃথিবীতে ছরিয়ে দেয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক হিসেবে তার ওই অশালীন বক্তব্য মেনে নিতে না পারায় আমি বাদী হয়ে আজ বুধবার মুন্সিগঞ্জ আদালতে আইন মোতাবেক মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট তোতামিয়া বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি। প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এবং উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ মিলে জিয়া পরিবারের উপর এহেন নির্লজ্জ অশালীন মিথ্যাচার এবং নারী বিদ্বেষী ও নারীর প্রতি এই অবমাননামুলক বক্তব্য ডা: মুরাদ হাসান এর ফেইসবুক পেইজ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালীকে বাদী করে পেনাল কোডের ১৫৩ক/৫০৫ক/৫০৯ ধারা মোতাবেক মামলা করা হয়েছে। এহেন অবমাননামুলক বক্তব্যের সিডি আদালতে জমা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জাতীয়তাবাদী দলের মুন্সিগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন বলেন, আমি দির্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী দলের হয়ে মুন্সিগঞ্জে কাজ করে আসছি। জিয়া পরিবারের উপর এহেন নির্লজ্জ অশালীন মিথ্যাচার এবং নারী বিদ্বেষী ও নারীর প্রতি এই অবমাননামুলক বক্তব্য ডা: মুরাদ হাসান এর ফেইসবুক পেইজ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ায় জাতীয়তাবাদী দলের আইনজীবী এবং একজন নারী হিসেবে এর তিব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে জাতীয়তাবাদী আইনজীবী এ্যাডভোকেট ফারুক হোসেন বলেন, জিয়া পরিবারের উপর এহেন নির্লজ্জ অশালীন মিথ্যাচার এবং নারী বিদ্বেষী ও নারীর প্রতি এই অবমাননামুলক বক্তব্য মেনে নিতে পারি না। আমি অপরাধীদের শাস্তির দাবী জানাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads