• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মির্জাপুর ক্যাডেট কলেজের সকল পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০২১

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে অংশগ্রহণকারী ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা ফলাফলের পর ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেছে। এদিন দুপুরে ক্যাডেট কলেজের প্রধান ফটকের সামনে উত্তীর্ণ পরীক্ষার্থীসহ শিক্ষকরা ফটোসেশনে যোগ দেয়।

জিপিএ-৫ প্রাপ্তরা হলেন, অপু, রুবায়েত, বেনজির, রাজীব, নাহিয়ান, সাঈফ, নাবিল, ফয়েজ, মুন্না, পারভেজ, সামি, ওসেউ, পিয়াস, হামীম, হোসাইন, মাহির, আলভি, নবীন, তানজিম, ফারহান, রিয়াদ, সোহান, সাবিদ, ফাহেম, রাদিত, লাবীব, সেফাউর, জাওয়াদ, জুবায়ের, মিনহাজ, মঈনুল, মাসরিকুর, শাহরিয়ার, তাসফিন, সাকিব, ফাহাদ, সিয়াম, জামিল, বায়জিদ, মোনতাসির, সাদিত, শুভ, শায়েখ, হিসাম, আবিদ, আয়মান, ফয়সাল,অস্কন, সাদ এবং নূর।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী বাংলাদেশের খবরকে জানান, প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। আমাদের ক্যাডেট কলেজে কঠোর নিয়ম, শৃঙ্খলা, লেখাপড়ায় গুরুত্ব এবং শিক্ষকদের চেষ্টা ও অভিবাবকদের আন্তরিকতায় এই ফলাফল। এ অর্জন আমাদের একার নয় সারাদেশের। আশা করছি পরবর্তী দিনগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে শিক্ষার্থীরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads