• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

৫ম ধাপের ইউপি নির্বাচন

শ্রীপুরে দুই স্বতন্ত্র আর ছয় নৌকার প্রার্থী নতুন চেয়ারম্যান

  • রেজাউল করিম সোহাগ, শ্রীপুর
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০২২

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গাজীপুরের শ্রীপুরে দুই স্বতন্ত্র প্রার্থী ও ছয় জন আ.লীগের মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠ নির্বাচন হয়েছে বলে সাধারণ ভোটারদের দাবি। তবে ৬ নং বরমী ইউনিয়নের ভোট গ্রহন শেষ হলেও অনেক সময় পর ফলাফল ঘোষণা নিয়ে সাধারন মানুষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরে রাত সাড়ে ১১ টার দিকে নানা নাটকীয়তা শেষে স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বরমী ইউনয়নের ফলাফল ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এ দিকে মাওনা ইউনিয়নে আ.লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম খোকন ২১০৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এ নিয়ে তিনি টানা দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাখাওয়াত হোসেন শামীম তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬২৯৭ ভোট পেয়েছেন। তেলিহাটি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ১৬০৫৪ ভোট পেয়ে আবদুল বাতেন সরকার টানা তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হলেন। স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ১৩০৯৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফরিদ আহম্মেদ সরকার। কাওরাইদ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট আজিজুল হক ১১০৩১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামরুল হক ঘোড়া প্রতীক নিয়ে ১০৫৮৯ ভোট পেয়েছেন। গোসিংগা ইউনয়নে নৌকা প্রতীক নিয়ে ছাইদুর রহমান শাহীন ৮৪৪০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বত্রন্ত্র প্রার্থী খন্দকার মো. আসাদুরজ্জামান আনারস প্রতীক নিয়ে ৮১৫৮ ভোট পেয়েছেন। রাজাবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রথম নারী প্রার্থী হিসাবে মোছা. হাসিনা মমতাজ ১০৯৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বত্রন্ত্র প্রার্থী মু. মোফাজ্জল হক আনারস প্রতীক নিয়ে ৭১১৫ ভোট পেয়েছেন।

প্রহল্লাদপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নুরুল হক আকন্দ ১১১৬৬ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হলেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বত্রন্ত্র প্রার্থী আবু সাঈদ আকন্দ তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৬০৯২ ভোট। অপর দিকে হাড্ডাহাড্ডি লড়াই করে দুই স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হলেন। ৬ নং বরমী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে তোফাজ্জল হোসেন পেয়েছেন ১৮১৮৬ ভোট। এ ইউনয়নের চেয়ারম্যান বাদল সরকারের মৃত্যুতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আনোয়ার হোসেন সরকার পেয়েছেন-১৫১২৩ ভোট। শ্রীপুরে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহন হয় গাজীপুর ইউনিয়নে। এখানে স্বত্রন্ত্র প্রার্থী সিরাজুল হক মাদবর ঘোড়া প্রতীক নিয়ে ১১২৪৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে ৭৮৩১ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী আজহার হোসেন তালুকদার ৬৫৪৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। সবচেয়ে কম ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোসিংগা ইউনিয়নের ছাইদুর রহমান শাহীন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোসিংগাবাসি ২৮২ ভোট বেশি দিয়ে প্রথমবার এক তরুণ চেয়ারম্যান নির্বাচিত করলো।

এ দিকে সবচেয়ে বেশি নজর ছিল বরমী ইউনিয়নের দিকে। এ ইউনিয়নের সাবেক (প্রয়াত) চেয়ারম্যান হাবিবুর রহমানও ভারপ্রাপ্ত থেকে বিপুল ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। একি ভাবে তার ছেলে তোফাজ্জল হোসেনও বিপুল ভোটে জয়লাভ করবে এমনি প্রত্যশা নিয়ে বরমীবাসির আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে নানা নাটকীয়তা শেষে বিপুল ভোট পেয়ে বাবার পথেই হাঁটলেন তোফাজ্জল হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads