• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
বৃদ্ধকে পিটিয়ে হত্যা, যুবলীগ নেত্রী আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বৃদ্ধকে পিটিয়ে হত্যা, যুবলীগ নেত্রী আটক

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০২২

কালিয়াকৈরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে আব্দুল মুন্নাব (৬০) নামে এক বৃদ্ধকে এলোপাতাড়িভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে উপজেলার মাঝুখান গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গতকাল রোবাবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় আফরোজা আক্তার ঝুমুর (৩৮) নামে উপজেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম হোসেন ও তার স্ত্রী কালিয়াকৈর উপজেলা মহিলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার ঝুমুর (তাদের ব্যক্তিগত বিদ্যালয়) মর্নিং সান কিন্ডার গার্ডেন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ওই একই এলাকার হযরত আলীর ছেলে আব্দুল মুন্নাবকে (৬০) পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। এসময় মুন্নাবের একটি টিনের বাউন্ডারিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে তিনি মারা যান। ওই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক ঝুমুরকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে স্থানীয় লোকজন সেলিম ও ঝুমুরের ফাঁসির দাবিতে মিছিল করেন।

নিহত বৃদ্ধের ছেলে জাহাঙ্গীর হোসেন বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোদের জের ধরে মর্নিং সান কিন্ডার গার্ডেন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমার বৃদ্ধ বাবাকে যারা পিটিয়ে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। এঘটনায় থানায় মামলা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঝুমুর আফরোজা আক্তার ঝুমুর নামে একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads