• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
দগ্ধ শিশুর মৃত্যু

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

দগ্ধ শিশুর মৃত্যু

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২২

গাজীপুরের শ্রীপুরের সাইটালিয়া গ্রামে চড়ুইভাতি খেলতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে উম্মে মাকতুমা আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল শিশুটি। গতকাল সোমবার সকালে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বাবা। নিহত উম্মে মাকতুমা তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান মানিকের মেয়ে।

শিশুটির বাবা বলেন, তার মেয়ে স্থানীয় সাইটেলিয়া দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ২৩ জানুয়ারি সকালে কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়ির পাশে চড়ুইভাতির আয়োজন করে। এসময় অসাবধানতাবশত রান্নার চুলা থেকে তার শরীরে আগুন লেগে যায়। পরে শিশুটির কান্নকাটিতে স্বজনরা এসে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় শিশুটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads