• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সারিয়াকান্দিতে নৌকাকে ছাড়িয়ে গেছে 'স্বতন্ত্র'

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ইউপি নির্বাচন

সারিয়াকান্দিতে নৌকাকে ছাড়িয়ে গেছে 'স্বতন্ত্র'

  • সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ ফেব্রুয়ারি ২০২২

বগুড়ার সারিয়াকান্দিতে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ ধাপে উপজেলার ১১টি ইউনিয়নে প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএম এর মাধ্যমে ভোট প্রদানে ভোটাররা নতুন হলেও দীর্ঘদিনপর ভোট দিতে পেরে খুব আগ্রহের সাথে তাদের পছন্দের প্রতীকে ভোট প্রদান করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়নে সর্বমোট ১ লাখ ৫৭ হাজার ৬৮৬ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৫৮৯ জন এবং নারী ভোটারের সংখ্যা ছিল ৮০ হাজার ৯৭ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বমোট ৭০.৬৩ শতাংশ ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চারজন প্রার্থী চেয়ারম্যান পদে বাকি সাত জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- সারিয়াকান্দি সদর ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল কাফি ৩ হাজার ২০৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাম্মাদ করিম প্রামানিক নৌকা প্রতীকে ২ হাজার ৭০০ ভোট পেয়েছেন। কর্ণিবাড়ীতে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন দিপন ৩ হাজার ১৬৪ ভোট পেয়ে প্রথমবারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী আ’লী মনোনীত প্রার্থী আনছার আলী মাষ্টার ১ হাজার ৭১৩ ভোট পেয়েছেন। ফুলবাড়ি ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুত তারিক মোহাম্মদ ৭ হাজার ৫১১ ভোট পেয়ে চতুর্থবারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতারুজ্জামান বুলবুল চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৫৪৯টি। চন্দনবাইশাতে নৌকা প্রতীকে মাহমুদুন্নবী হিরো ২ হাজার ২৮৫ ভোট পেয়ে প্রথমবারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৩টি। নারচীতে নৌকা প্রতীকে আলতাফ হোসেন তরফদার বান্টু ৩ হাজার ৪৪৫ ভোটে দ্বিতীয় বারেরমতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশফেকুর রহমান তরফদার মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪২৩ ভোট। হাটশেরপুরে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ মেহেদী হাসান ওরফে আলো ৪ হাজার ১২৭ ভোট পেয়ে প্রথমবারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুল ইসলাম বাচ্চু চশমা প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৪৭ টি। কাজলাতে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এ.এস.এম রফিকুল ইসলাম ২ হাজার ৮৭৭ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত শাহজাহান আলী মোল্লা ২ হাজার ৮৩৫ ভোট পেয়েছেন। ভেলাবাড়ীতে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম অরফে শিপন ৩ হাজার ৬৭০ ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লুৎফুল হায়দার রুমি অটোরিক্সা প্রত কে ভোট পেয়েছেন ২ হাজার ২৯১টি। বোহাইলে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান খান আসাদ ২ হাজার ৪৮০ ভোট পেয়ে প্রথমবারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা তরফদার ২ হাজার ৪৪৮ ভোট পেয়েছেন। কুতুবপুরে চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম সুজন ২ হাজার ৬২৯ ভোট পেয়ে প্রখমবারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইমরান আলী রনি টেবিল ফ্যান প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৪৪৪টি। কামালপুরে নৌকা প্রতীকে রাছেদুজ্জামান রাছেল ৩ হাজার ৯৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম হেদায়েত ৩ হাজার ৯৯১ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন মেম্বার প্রতিদ্বন্দ্বীদের সমর্থকদের মধ্যে কিছু কথাকাটি হলেও নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গ্রহণের পরিবেশ নিয়ন্ত্রণে ১১টি ইউনিয়নে ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সহ ৩ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। সর্বোপরি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads