• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

পার্শ্ব রাস্তা থেকে ১০০গজ দূরে যাত্রী উঠানামার আহবান

  • গজারিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০২২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে যাত্রী উঠানামা করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় অনেকে। অনেককেই বরণ করে নিয়েছে পঙ্গুত্ব ও অকাল মৃত্যু। তাই পার্শ্ব রাস্তা থেকে ১০০গজ দূরে যাত্রী উঠানামা করাতে আহবান জানিয়েছেন চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান (বাউশিয়া ইউনিয়ন)

তিনি আরো জানান, যদি পার্শ্ব রাস্তা থেকে ১০০গজ দূরে গিয়ে যাত্রী ওঠানামা করে তাহলে অনেকাংশে দুর্ঘটনা কমে যাবে বলে আমি আশাবাদী। তবে দ্রুত ভবেবচর বাসস্ট্যান্ডে একটি ফুটওভার ব্রিজ দরকার।

এ সময় তার সঙ্গে ছিল গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারওয়ার আহমেদ ফরাজী, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান, সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জু প্রমূখ মানুষের একটাই দাবি এখান থেকে বাসস্ট্যান্ড সরিয়ে একটু সামনে নিতে হবে কারণ রাস্তা পারাপারের সময় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads